পাবনা জেলার দর্শনীয় স্থানগুলো -পাবনা কিসের জন্য বিখ্যাত

প্রিয় পাঠক আসসালামুয়ালাইকুম আজকেলে আমরা আলোচনা করব পাবনা জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। আলোচনা করব পাবনা জেলা কিসের জন্য বিখ্যাত সেই বিষয়ে । বাংলাদেশের প্রতিটা জেলায় কোনো না কোনো কারণে সবার কাছে পরিচিত এবং বিখ্যাত । পাবনা জেলার দুপাশ দিয়ে বয়ে গেছে পদ্মা এবং যমুনা নদী এ কারণেই এই জেলাটি পেয়েছে অন্যরকম এক শৈল্পিক সৌন্দর্য  ।

pabna

বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলায় রয়েছে বাংলাদেশের প্রথম স্থাপিত মানসিক হাসপাতাল । এছাড়াও রয়েছে পাবনা জেলার বিখ্যাত খাবার ঘি , সন্দেশ , দই , প্যারাডাইস সুইটস।

পোস্ট সূচিপত্রঃ পাবনা জেলার দর্শনীয় স্থানগুলো

পাবনা

বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি জেলা হল পাবনা জেলা । পাবনা জেলা বাংলাদেশের একটি এ শ্রেণী ভুক্ত জেলা । এ জেলার দুই পাশ দিয়ে বয়ে গেছেপদ্মা এবং যমুনা নদী । সেই কারণেই এই জেলায় শিল্প নগরীতে অন্য রকমের প্রদান করেছে । পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাতে রয়েছে বাংলাদেশের ঐতিহাসিক হার্ডিং ব্রিজ সেতু, তার পাশে রয়েছে লালন শাহ সেতু , তাছাড়া হয়েছে বাংলাদেশে প্রথম  রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র । 

আরো রয়েছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ , পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , পাবনা সরকারি মহিলা কলেজ পাবনা  সরকারি  শহীদ বুলবুল কলেজ , পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , পাবনা জেলা স্কুল , এছাড়াও রয়েছ , পাবনা জেলার সরকারি মানসিক হাসপাতাল । পাবনা জেলার নামকরণ নিয়ে অনেক মতবাদ রয়েছে , প্রত্নতাত্ত্বিক কানিংহাম অনুমান করেন যে , প্রাচীন রাজ্যের পুন্ড্র বা পুন্ড্রবর্ধ্নের নাম থেকেই উৎপত্তি হয়েছে পাবনা জেলার । 

কিছু ঐতিহাসিক বিদদের মতে পাবনা নামটি এসেছে পদুম্বা থেকে । কালক্রমে পদুম্বা  থেকেই উৎপত্তি হয়েছে পাবনার । পাবনা জেলা প্রথম স্বীকৃতি লাভ করে ১৮২৮ খ্রিস্টাব্দের ১৬ই অক্টোবর । পাবনা জেলার বেশিরভাগ অংশই রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত । রাজশাহী জেলার পাঁচটি থানা ও যশোর জেলার তিনটি থানা নিয়ে সর্বপ্রথম গঠিত হয় পাবনা জেলা । রাজশাহী বিভাগের পাবনা জেলার অবস্থান দক্ষিণ-পূর্ব কোন সৃষ্টি করেছে । 

পাবনা জেলার ২৩°৪৮′ হতে ২৪°৪৭′ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০২′ হতে ৮৯°৫০' পূর্ব দাঘিমাংশে অবস্থিত । পাবনা জেলার পূর্বে মানিকগঞ্জ জেলা ও যমুনা নদী, পশ্চিম দিকে পদ্মা নদী ও নাটোর জেলা , উত্তরের নাটোর জেলা ও সিরাজগঞ্জ জেলা , দক্ষিণে পদ্মা নদী , রাজবাড়ী জেলা , কুষ্টিয়া জেলা । পাবনা জেলায় রয়েছে নয়টি উপজেলা , আটঘরিয়া উপজেলা , চাটমোহর উপজেলা , ঈশ্বরদী উপজেলা , পাবনা সদর উপজেলা , ফরিদপুর উপজেলা , বেড়া উপজেলা , ভাগুড়া উপজেলা , সুজানগর উপজেলা , সাথিয়া উপজেলা উপজেলা মিলে গঠিত পাবনা উপজেলা ।

পাবনা জেলার ঐতিহ্য

পাবনা জেলার ঐতিহ্য হলো লোকসংগীত , লোক গাথা , লোগো নৃত্য , পালা গান , কৌতুক , পাবনা জেলার ঐতিহ্য। বস্তু শিল্প প্রসিদ্ধ একটি জেলা । পাবনা জেলার বিভিন্ন গ্রামে বস্তশিল্প বনয়নকারী হিন্দু এবং মুসলমান সম্প্রদায় মিলে কাজ করে । পাবনা জেলার সাদুলনাপুর , সুজানগর , দোগাছি , শিবপুর , সিলিমপুর অনেক এলাকায় তাঁত শিল্প রয়েছে । এছাড়াও পাবনা জেলার সাথিয়া , সাড়া , সুজানগর সহ আরো অনেক রয়েছে এলাকা রয়েছে যেগুলো ইক্ষু নির্ভর । পাবনা জেলার ঐতিহ্য হচ্ছে জোড় বাংলা মন্দির , শ্রী শ্রী অনুকুল ঠাকুরের আশ্রম , মানসিক হাসপাতাল , পাবনা এডওয়ার্ড কলেজ , বর্ণালী ইন্সটিটিউট ।

পাবনা জেলার গ্রামের নাম

প্রিয় পাঠক আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব পাবনা জেলার কোন উপজেলায় কতটি করে ইউনিয়ন রয়েছে সে বিষয়ে ।
 পাবনা সদর উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন সমূহ গুলো হল ঃ
  • মালিগাছা ইউনিয়ন
  • ভাঁডারা ইউনিয়ন 
  • আতাইকুলা ইউনিয়ন
  • মালঞ্চ ইউনিয়ন
  • দুপনিয়া ইউনিয়ন 
  • গয়েশপুর ইউনিয়ন 
  • সাদুল্লাপুর ইউনিয়ন
  • চরতারাপুর ইউনিয়ন
  • হেমায়েতপুর ইউনিয়ন
  • দোগাছি ইউনিয়ন
আটঘরিয়া উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন সমূহ হলঃ
  • লক্ষ্মীপুর ইউনিয়ন
  • চাঁদভা ইউনিয়ন
  • একদন্ত ইউনিয়ন
  • দেবোওর ইউনিয়ন
  • মাজপাড়া ইউনিয়ন 
ঈশ্বরদী উপজেলার অন্তর্ভুক্তি ইউনিয়ন সমূহ ঃ
  • সাড়া ইউনিয়ন
  • দাশুড়িয়া ইউনিয়ন
  • মুলাডুলি ইউনিয়ন
  • সলিমপুর ইউনিয়ন
  • লক্ষিকোন্ডা ইউনিয়ন
  • পাকশী ইউনিয়ন
  • সাহাপুর ইউনিয়ন
ফরিদপুর উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নসমূহঃ
ডেমরা ইউনিয়ন
বনোয়ারি নগর ইউনিয়ন 
ফরিদপুর ইউনিয়ন
বূলাহিড়ীবাড়ী ইউনিয়ন

পাবনা কিসের জন্য বিখ্যাত

আজকে আর্টিকেলে আমরা আলোচনা করব পাবনা জেলা কিসের জন্য বিখ্যাত । প্রতিটা জেলায় কোনো না কোনো কারণে বিখ্যাত হয়ে থাকে , পাবনা জেলা ও তেমনি । পাবনা জেলার খাবারের তালিকা স্থান করে নিয়েছে দেশের সমস্ত দেশে । পাবনা জেলার বিখ্যাত খাবারগুলো হল ঘি , সন্দেশ , দই , প্যারাডাইস সুইট, তাছাড়া রয়েছে তাঁত শিল্প । 

এদেশের হস্ত চালিত তাঁত শিল্প মুখ থুবড়ে পড়লেও পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত আতাইকুলার তাঁত এখনো শিল্প টিকে আছে । পাবনা জেলার চাদর , লুঙ্গি , গামছা , এখনো সারা দেশব্যাপী খ্যাতি অর্জন করে আছে । পাবনা জেলার কিছু ঐতিহ্যবাহী স্থান রয়েছে সেগুলো হলঃ 
  • পাবনা মানসিক হাসপাতাল
  • হার্ডিং ব্রিজ
  • জোড় বাংলার মন্দির
  • অনুকুল ঠাকুরের আশ্রম
  • লালনশাহ সেতু 
  • কৃষি গবেষণা ইনস্টিটিউট
  • গজরার বিল
  • রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র
আজকের আর্টিকেলে আমরা আপনাদের আলোচনা করেছি পাবনা কিসের জন্য বিখ্যাত এই বিষয়ে ।আজকের আর্টিকেলটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অব্যশই আমাদের কমেন্ট করে জানাবেন । উপরুক্ত সকল স্থান ও শিপ্লের জন্য পাবনা জেলা বিখ্যাত ।

পাবনা জেলার বিখ্যাত খাবার

পাবনা জেলার বিখ্যাত খাবার গুলোর তালিকার মধ্যে অন্যতম খাবার হচ্ছে পাবনার ঘি , একটা প্রবাদ আছে পদ্মার ইলিশ আর পাবনার ঘি জামাইয়ের পাতে দিলে আর লাগে কি ? পাবনার ঘি শুধু  পাবনা জেলাতেই নয় বাংলাদেশের সকল এলাকাতে প্রচলিত । তাছাড়াও দেশের বাহিরের বিভিন্ন এলাকায় অর্থাৎ বিদেশেও পাবনার ঘি  এর বিশেষ কদর রয়েছে । 

জলযোগের কলিজা সিংগারা চপ , মধুমতির ভুনা খিচুড়ি , কাশ্মীরে চিকেন গ্রিল , বিরানি হাউজের চিকেন কাকচি, বিরানির দই ঘন্ট , প্যারাডাইসের সকালের রুচি । স্পেশাল নান  এছাড়াও আরো অনেক স্পেশাল খাবার রয়েছে যেগুলোর জন্য পাবনা জেলা বিখ্যাত ।

পাবনা জেলার বিখ্যাত ব্যাক্তি 

পাবনা জেলায় অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছে তাদের মধ্যে অন্যতম কিছু ব্যক্তিদের নাম আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো । চঞ্চল চৌধুরী , চিত্র জগতে এমন কেউ নেই যিনি চঞ্চল চৌধুরীকে চিনেন না । সুচিত্রা সেন যিনি পাবনাতে জন্মগ্রহণ করেন এবং বাংলাদেশের চলচ্চিত্রে অংশগ্রহণের মাধ্যমে দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । তারপরে তিনি ভারতে চলে যান এবং তার চলচ্চিত্রে উত্তম সুচিত্রার এক বিশেষ দৃষ্টান্ত রেখে যান । 

আরেকজন বিখ্যাত ব্যক্তি হলেন বৃন্দাবন দাস ও তার স্ত্রী শাহনাজ খুশি তারা দুজনে বাংলাদেশের নাটক জগতে বিশেষ ভূমিকা পালন করেন । স্যামসাম এইচ চৌধুরী , প্রসিদ্ধ ব্যবসায়ী যিনি বাংলাদেশের প্রসিদ্ধ ব্যবসায়ী এবং উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন । বাপ্পা মজুমদার যিনি বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে বিশেষ ভূমিকা পালন করেছেন । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

তৌহিদ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url